সুদান: সোনা নয়, ভূমি যেখানে মুখ্য

ভৌগোলিকভাবে বাংলাদেশ থেকে প্রায় বারো থেকে তেরো গুণ বড় সুদান আফ্রিকার এক বিশাল দেশ, যার প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য তাকে একই সঙ্গে আশীর্বাদ ও অভিশাপ দুটোই দিয়েছে। সুবিশাল এই ভূমি শুধু আফ্রিকার নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নীলনদের দুই তীরজুড়ে বিস্তৃত উর্বর কৃষিজমি, সোনার খনি, তেল ও লোহিত সাগরের বাণিজ্যপথ সব […]